র‌্যাঙ্কিংয়ে কোহলিকে পিছনে ফেলে দিলেন লিটন

প্রকাশিতঃ 7:01 pm | December 28, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ঘরের মাটিতে সফরকারী ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খুব আহামরি পারফরম্যান্স করতে পারেননি বাংলাদেশি ব্যাটার লিটন দাস। দুই ম্যাচ টেস্ট সিরিজে চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও ইনিংস বড় করতে পারছিলেন না তিনি। তবে বছরের শেষ ইনিংসেই তুলে নেন হাফ সেঞ্চুরি। তাতেই বছরের শেষ দিকে বিশাল এক সুখবর পেলেন ২৮ বছর বয়সী এই তারকা ব্যাটার।

বুধবার (২৮ ডিসেম্বর) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতীয় তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে দিয়েছেন লিটন দাস।

আগে ১৪তম স্থানে থাকলেও ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন লিটন। অন্যদিকে দুই ধাপ নেমে ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে কোহলির অবস্থান ১৪ নম্বরে।

টেস্টের ব্যাটিংয়ের র‌্যাঙ্কিংয়ে সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা মার্নাস লাবুশানে। ৯৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। এরপর ৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

এরপর সেরা পাচে রয়েছেন যথাক্রমে স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড ও জো রুট। সেরা দশের অন্য ব্যাটাররা হলেন, ঋষভ পান্ত, কেন উইলিয়ামসন, দিমুথ করুণারত্নে, রোহিত শর্মা ও উসমান খাজা।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email