রওশন এরশাদের সঙ্গে জিএম কাদেরের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিতঃ 8:39 pm | December 25, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রবিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তারা রওশন এরশাদের গুলশানের বাসায় এই সাক্ষাৎ করেন। ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন।

এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘উনি (রওশন এরশাদ) বাসায় উঠেছেন। এ জন্য উনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সামনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী, সেখানে ওনাকে অংশগ্রহণের দাওয়াত দিয়েছি। উনি দাওয়াত গ্রহণ করেছেন এবং কথা দিয়েছেন পার্টি অফিসে আসবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর মিটিংয়ে উপস্থিত হবেন।’

দলের নেতৃত্ব ও নীতিনির্ধারণী বিষয়ে কোনও কথা হয়েছে কিনা জানতে চাইলে চুন্নু বলেন, ‘ওইভাবে আলাপ না হয়নি। তবে দলের সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ হয়েছে। আমরা দলে আছি, ওনার কো-অপারেশনও থাকবে।’

রবিবার দুপুর ১২টার দিকে দলের চেয়ারম্যান জি এম কাদেরকে সঙ্গে তিনি রওশন এরশাদের বাসায় যান এবং সেখানে ঘণ্টা দেড়েক অবস্থান করেছেন বলে জানান মুজিবুল হক চুন্নু।

কালের আলো/বিএএ/এমএম