রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো: পরীমনি

প্রকাশিতঃ 3:04 pm | December 19, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:

৩৬ বছর পর কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়নস ট্রফি গেল আর্জেন্টিনার ঘরে। গতকাল রোববার লিওনেল মেসির নেতৃত্বে প্রতিপক্ষ ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। তাই বাংলাদেশসহ গোটা বিশ্বে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি আর্জেন্টিনার অন্ধভক্ত।

তার পছন্দের খেলোয়াড় মেসি। প্রিয় দলের প্রতিটি ম্যাচ দেখেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে নিয়ে নানা প্রতিক্রিয়াও জানিয়েছেন পরী।

গতকাল আর্জেন্টিনা জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুকে স্বামী শরীফুল ইসলাম রাজকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দেন পরীমনি। স্ট্যাটাসে পরী লেখেন, ‘আমি কেমন বোকার মতো এখনো কানতেছি!’ সঙ্গে কান্নার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

সেইসঙ্গে রাজের উদ্দেশে বলেন, ‘রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো। ‘

বিশ্বকাপ জেতার আগে এই নায়িকা বলেন, ‘বিশ্বকাপে আমি চাই কাপটা মেসির হাতেই উঠুক। সব পাওয়া হয়ে গেছে মেসির। বাকি আছে শুধু এই কাপটা। আমার বিশ্বাস আজকে এটাও পূরণ হয়ে যাবে তার। ‘

ফাইনাল নিয়ে অনেক টেনশনে ছিলেন বলেও জানিয়েছেন পরীমনি।

কালের আলো/এমএইচ/এসবি