নগর ভবনের সামনে দর্শকদের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল দেখবেন মেয়র আতিক
প্রকাশিতঃ 6:21 pm | December 18, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কাতার বিশ্বকাপের আর মাত্র একটি ম্যাচ বাকি। নিঃসন্দেহে সেটি দ্য গ্রেট শো অন আর্থের ফাইনাল। আর এই ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা নামবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে। রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় আইকনিক লুসাইল স্টেডিয়ামে শুরু হবে শিরোপা নির্ধারণী এ লড়াই।
এদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম গুলশান-২ নগর ভবনের সামনে স্থাপিত বড় স্ক্রিনে খেলাটি জনগণের সঙ্গে উপভোগ করবেন।
বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ বিভাগের প্রধান সংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
তিনি জানিয়েছেন, কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২-এর আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল খেলাটি জনগণের সঙ্গে বড় পর্দায় উপভোগ করবেন। তিনি সাড়ে ৮টায় গুলশান ২-এ উপস্থিত থাকবেন।
কালের আলো/এসবি/এমএম