বিগ ব্যাশে ১৫ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড

প্রকাশিতঃ 9:10 pm | December 16, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

রীতিমতো বিস্ময়কর ঘটনা! বিগ ব্যাশ যেখানে চার-ছক্কার ঝড় উঠে, রান ফোয়ারার দেখা মেলে সেখানেই কীনা এমন ব্যাটিং বিপর্যয়! অবিশ্বাস্য তেমন ঘটনাই ঘটল অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে। বিগ ব্যাশে ২০ ওভারের ম্যাচে মাত্র ১৫ রানে অলআউট!

শুক্রবার অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে মাত্র ১৫ রানেই ইনিংস শেষ হয়ে যায় সিডনি থান্ডারের। পেশাদার টি-টোয়েন্টি লিগে এটিই সর্বনিম্ন স্কোর। অনাকাংখিত এক বিশ্বরেকর্ড এটি! বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে রানে অলআউটের নজির এটিই।

এমন ম্যাচে রেকর্ড গড়ে ১২৪ রানের বড় ব্যবধানে জিতল অ্যাডিলেড স্ট্রাইকার। মাত্র ৯ রানেই ৬ উইকেট হারিয়েছিল সিডনি। এরপর ১৫ রানেই অলআউট। ব্যাটসম্যানরা উইকেটে আসা-যাওয়াতেই থাকলেন ব্যস্ত।

শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যাডিলেড স্ট্রাইকার্স। তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৩৯ রান।আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকি ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। তারপর কে জানতো জবাব দিতে নেমে এভাবে সর্বনাশের মুখোমুখি হবে সিডনি?

সিডনি থান্ডারের হয়ে ব্যাটিংয়ে ওপেন করেন অ্যালেক্স হেলস ও ম্যাথু জিল্কস। নিজেদের ইনিংসের তৃতীয় বলেই আউট জিল্কস। তারপরের বলে রাইলি রোসোও ধরেন সাজঘরের পথ। প্রতিপক্ষের বোলিং তোপে মাত্র ১০ রানে তারা হারায় ৮ উইকেট। এরপর ১৫ রানে লআউট। মাত্র ৫.৫ ওভারে শেষ সিডনি। অ্যাডিলেডের হেনরি থর্নটন ও ওয়েস আগারই শেষ করে দেন প্রতিপক্ষকে। থর্নটন ২.৫ ওভারে মাত্র ৩ রানে ৫ উইকেট তুলেছেন। ২ ওভারে ৬ রান দিয়ে ৪ উইকেট নেন আগার। ম্যাথু শর্ট নেন ১ উইকেট।

ইতিহাস জানাচ্ছে, ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে তুরস্ক ২১ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছিল। তুরস্কের ২১ রানে অলআউট হওয়ার রেকর্ডকে ছাপিয়ে গেল সিডনি।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email