বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারত ও মালদ্বীপ ন্যাশনাল ক্যাডেট কোরের শ্রদ্ধা
প্রকাশিতঃ 5:33 pm | December 14, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ধানমন্ডির ৩২’এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন ভারত ও মালদ্বীপ হতে আগত এনসিসি টিমের সকল সদস্য, বিএনসিসি অধিদপ্তরের কর্মকর্তা ও ক্যাডেটরা।
বুধবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তারা শ্রদ্ধা জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ভারত এনসিসি টিম গত ১২ ডিসেম্বর ও মালদ্বীপ এনসিসি টিম ১৩ ডিসেম্বর বাংলাদেশে আগমন করে। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন।

যুববিনিময় কর্মসূচীর আওতায় আগত এনসিসি টিম বিজয় দিবস কুচকাওয়াজ অবলোকনের পাশাপাশি বিএনসিসির অধিদপ্তর ও দেশের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান সমূহ পরিদর্শন করবেন।
এছাড়া এদিন শেরে বাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সফররত ভারত, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপের এনসিসি’র কর্মকর্তা ও ক্যাডেটরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো: হাসিবুল আলমের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।
কালের আলো/বিএএ/এমএম