সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিতঃ 10:46 am | December 13, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের রাজাবাড়ি রেলক্রসিংয়ে বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। এই ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কেও যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রেলক্রসিং থেকে বগিটি সরিয়ে নেওয়া হলে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবা‌ড়ী লেভেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফলে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রুট হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কালের আলো/এসবি/এমবিএস

Print Friendly, PDF & Email