ময়মনসিংহে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ৩০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৯

প্রকাশিতঃ 5:48 pm | January 30, 2018

সিনিয়র রিপোর্টার | কালের আলো:

ময়মনসিংহে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) এস এ নেওয়াজী।

তিনি জানান, ময়মনসিংহকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী সাড়াশি অভিযানের অংশ হিসেবে গত সোমবার দিনগত রাত ২ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ডিবি ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ৩ নং ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামসহ ডিবি ও ফাঁড়ির অফিসার ফোর্স সমন্বয়ে যৌথ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে মাসকান্দা ও চরপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী ছানোয়ার হোসেনকে (২২) ২’হাজার পিস ইয়াবাসহ ও মাদক সম্রাজ্ঞী আম্বিয়াকে ২’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই টিমের অব্যাহত অভিযানে রাতেই ৫০ পিস ইয়াবাসহ সোহেল রানা (৩০), আড়াই’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অন্তর (২০), আরাফাত (২০), সুজন (২৮) কে গ্রেফতার করা হয়।

একই রাতে ডিবি’র এসআই আনোয়ার হোসেন ও এসআই আক্রাম হোসেনের নেতৃত্বে আরেকটি টিম পাগলা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩’শ পিস ইয়াবাসহ কামরুল (৪৫), ২’শ পিস ইয়াবাসহ ছফি (২৫) ও গিয়াস উদ্দিনকে (৩০) গ্রেফতার করে।

ময়মনসিংহ মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার এস এ নেওয়াজী।

 

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email