নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ

প্রকাশিতঃ 4:13 pm | December 07, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। নেতাকর্মীরাও পাল্টা ইট-পাটকেল ছুড়েছে পুলিশকে লক্ষ্য করে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার পরে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ উভয় পাশ থেকে রাস্তা দখল করে পুলিশ সদস্যরা বাঁশি বাজাতে বাজাতে টিয়ারশেল মারতে মারতে এগিয়ে আসেন বিএনপির কার্যালয়ের দিকে। ওই সময় দলটির নেতা-কর্মীরা সব পালিয়ে যান। গলিতে গলিতে লাঠিচার্জ করা হয় ব্লক দিয়ে।

এর আগে দুপুর ১২টার দিকে নয়াপল্টন এলাকায় একাধিক সাঁজোয়া যান, প্রিজন ভ্যান ও অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করে পুলিশ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখনও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কতজন আহত হয়েছেন।

কালের আলো/এসবি/এমএম