বিআরডিবি অফির্সার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল, মহাসচিব আসাদ, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
প্রকাশিতঃ 9:48 am | November 22, 2022

কালের আলো প্রতিবেদক:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চাকরিজীবীদের সংগঠন বিআরডিবি অফিসার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বেলাল হোসেন ও মহাসচিব হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। রোববার (২০ নভেম্বর) তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
পরে সোমবার (২১ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিআরডিবি অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত নেতারা।
সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিআরডিবি অফির্সার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ১৩ তম এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপপরিচালক মো. বেলাল হোসেন ৫৯৫ ভোট পেয়ে সভাপতি ও উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ৬৩০ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়।
নির্বাচনে সিনিয়র সহ সভাপতি আলমগীর কবির সরকার, সহ সভাপতি গোলাম রহমান রাজা, যুগ্ম মহাসচিব-১ মো. নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব-২ মো. নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছাওার, অর্থ সম্পাদক শেখ মো. নাসিম হোসেন, দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ওয়াহিদ মুরাদ, সাংস্কৃতিক সম্পাদক মো. সারওয়ার আলম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবিএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক দিলারা আক্তার ফকির, সমাজ কল্যাণ সম্পাদক মো. সগির, কার্যনিবার্হী সদস্য মো. আব্দুর রাজ্জাক, মো. ওমর ফারুক, মো. জহুরুল ইসলাম, মেহেদী হাসান মুরাদ, বিমান কুমার দাশ, মো. তরিকুল ইসলাম, আসিফ আল মামুন নির্বাচিত হয়।
কালের আলো/এসবি/এমএম