বিএনপির মানবতার কথা ‘ভূতের মুখে রাম নাম’ : নানক

প্রকাশিতঃ 2:03 pm | November 16, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, তারা আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে যাত্রীদের জীবন্ত পুড়িয়ে মেরেছে। তারা এখন মানবতার কথা বলছে, যা ‘ভূতের মুখে রাম নাম’ মনে হয়। তারা মানবতাকে ভূ-লুণ্ঠিত করেছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন স্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। সম্মেলন মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানক এদিন বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের জবাব দেন।

সরকারের মানবিকতা বোধ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে নানক বলেন, ‘তারা মানবতাকে ভূ-লুণ্ঠিত করেছে। আমার মনে হয়,তাদের মানবতার শিক্ষা নেওয়া দরকার। তারা যে মানবতা লঙ্ঘন করেছে, তার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।’

বিএনপি নেতারা ২০০৮ সাল থেকে ‘নির্বাচন মুখ্য নয়, সরকারের পতনই মুখ্য’ বলে আসছে উল্লেখ করে নানক বলেন, ‘তাদের নিক্ষিপ্ত শব্দবোমায় আমরা মোটেই আতঙ্কিত না। তবে আমরা অনুরোধ করবো— বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশ যত চ্যালেঞ্জ মোকাবিলা করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ মোকাবিলার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এই সময়ে জনগণের মধ্যে আতঙ্ক না ছড়াবেন না।’

আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা আভ্যন্তরীণ গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক চর্চা করি। সেই পরিপ্রেক্ষিতে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তার আগে সহযোগী সংগঠনসহ অন্যদের সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে। আমরা সাংগঠনিক নিয়ম মেনে এই সম্মেলনগুলো করতে যাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্মেলন গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি নিচ্ছি আমরা, সহযোগী সংগঠনও প্রস্তুতি নিচ্ছে। এই সম্মেলনগুলো একটি নতুন গতিবেগ সঞ্চার করবে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির সদস্য সচিব মির্জা আজম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email