ফরিদপুরে বিএনপির সমাবেশ শুরু
প্রকাশিতঃ 12:28 pm | November 12, 2022

কালের আলো প্রতিনিধি:
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে সমাবেশ শুরু হয়।
জানা গেছে, সমাবেশ শুরুর আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর ফরিদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কবির আহমেদ মোনাজাত পরিচালনা করেন।
নির্ধারিত সময় দুপুর ২টার বেশ আগে বেলা ১১টার দিকে এ সমাবেশ শুরু হয়। এর আগেই কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল। মাঠটিতে গত কয়েক দিন ধরে জড়ো হচ্ছিলেন বিএনপির নেতা-কর্মীরা।
লোডশেডিং, জ্বালানির মূল্য বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশের দিন শনিবার সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মাঠে আসেন তারা।
মঞ্চে বক্তব্য দিতে দেখা গেছে স্থানীয় নেতাদের। তাদের সামনে উপস্থিত নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কালের আলো/এসবি/এমএম