সৌম্যর-লিটনের বিদায়, ধীর গতিতে সাকিব-শান্তর জুটি

প্রকাশিতঃ 10:07 am | October 30, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন লিটন দাস। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক এই ব্যাটার দিয়েছিলেন দারুণ ইনিংসের ইঙ্গিত। যদিও বেশি দূর যেতে পারেনি লিটন। তার বিদায়ের পর দলের হাল ধরেছেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত।

রবিবার (৩০ অক্টোবর) ব্রিসবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের স্কোর ১১ ওভারে ২ উইকেটে ৭৪ রান।

সৌম্য আউট হওয়ার পর জুটি গড়ার চেষ্টা করেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। কিন্তু খুব বড় হলো না এই জুটিটা। ২২ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হয়ে গেলেন তারা। ৬ষ্ঠ ওভারে বোলিংয়ে ফিরিয়ে আনা হয় মুজারাবানিকে। এসেই উইকেট তুলে নিলেন তিনি।

ওভারের তৃতীয় বলে তেন্দাই চাতারার হাতে লিটন দাসকে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন মুজারাবানি। ১২ বলে ১৪ রান করেন লিটন। তিনটি ছিল বাউন্ডারির মার।

এ রিপোর্ট লেখার সময় ১০ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেট হারিয়ে ৬৩। ৩১ বলে ৩১ রান নিয়ে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান ১৫ বলে ব্যাট করছেন ১৭ রান।

কালের আলো/ডিএ/এমএম