মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিতঃ 9:17 pm | January 29, 2018
অনিক খান, স্টাফ করেসপন্ডেন্ট | কালের আলো:
বর্ণাঢ্য আায়োজন আর মুখরিত উৎসবে মাঘের হিমেল হাওয়ার জড়তা আর শুস্কতাকে আনন্দ ও উষ্ণতায় পরিণত করে অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ১০৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডি-আইজি ড. মো: আক্কাস উদ্দিন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড.জহিরুল হক খোকা।
ক্রীড়া প্রতিযোগীতা উপভোগ করতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকদের আগমনে বিদ্যালয় প্রাঙ্গন উৎসবে মুখরিত হয়ে উঠে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো: আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত ডি-আইজি ড. মো: আক্কাস উদ্দিন ভূঁইয়া বলেন, ‘লেখাপড়ার পাশা পাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা দেহ ও মনকে সতেজ রাখে। তাই লেখাপড়ার পাশা পাশি খেলার প্রতিও মনোযোগী হতে হবে।’
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড.জহিরুল হক খোকা বলেন, ‘ক্রীড়া শক্তি ক্রীড়া বল। একটি শিশুর দৈহিক ও মানসিক বিকাশ সাধিত হওয়ার একটি অন্যতম মাধ্যম হলো ক্রীড়া ও সাংস্কৃতির চর্চা। একজন সফল ক্রীড়াবিদ দেশের দূত হিসেবে কাজ করেন। সুতরাং লেখাপড়ার পাশাপাশি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতির অনুশীলন করতে হবে।’
এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, নুরুজ্জামান খান, সারোয়ার আলম, জেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির হিমেল, সোহেল আহম্মেদ, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।