পাসপোর্টের নেতৃত্বে মেজর জেনারেল নুরুল আনোয়ার, দায়িত্ব নিচ্ছেন বুধবার

প্রকাশিতঃ 10:44 pm | October 25, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদ ১৯ দিন শুন্য থাকার পর এবার এই পদটিতে নিয়োগ দিয়েছে সরকার। নতুন ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার।

সোমবার (২৪ অক্টোবর) তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন।

২০২০ সালের ৩১ ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতির র‍্যাঙ্ক ব্যাজ পরেন মো. নূরুল আনোয়ার। তিনি যশোরে সেনাবাহিনীর অপারেশন কোভিড শিল্ড পরিচালনা করে প্রশংসিত হন।

আগামীকাল বুধবার (২৬ অক্টোবর) তার বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর সাবেক মহাপরিচালক আইয়ুব চৌধুরীকে সামরিক বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এরপর থেকে পাসপোর্ট মহাপরিচালকের পদটি শূন্য ছিল। দপ্তর প্রধানের অনুপস্থিতি অধিদপ্তরের দৈনন্দিন কাজ ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে অচলাবস্থা দেখা দেয়। নতুন মহাপরিচালক নিয়োগের মধ্য দিয়ে এর অবসান ঘটল।

নতুন ডিজির নেতৃত্বে বুধবার (২৬ অক্টোবর) থেকে চাঙ্গা হয়ে উঠবে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।

কালের আলো/এসবি/এমএম