গুলশানের ‘ডরিন’ রেস্টুরেন্টকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিতঃ 9:07 pm | October 18, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়ায় রাজধানীর গুলশানের ‘ডরিন’ রেস্টুরেন্টকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সুনির্দিষ্ট তথ্য এবং অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের প্রচার শাখার সহকারী পরিচালক মোঃ শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রধান কার্যালয়ের প্রচার শাখার সহকারী পরিচালক মোঃ শাহ আলম জানান, মেয়াদোত্তীর্ণ ড্রিংকস(১৫টি), সস, চিলি পেস্ট, ১১ বক্স মেয়াদোত্তীর্ণ প্রসেসিং করা খাবার, মেয়াদ ছাড়া প্রসেসিং খাবারসহ ভোক্তা অধিকার বিরোধী কাজের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অধিদপ্তরে আগামীকাল ব্যাখ্যা তলব করা হয়েছে।

কালের আলো/ডিএস/এমএম