অনন্য এক প্রথমের গল্প লিখলেন মিরাজ

প্রকাশিতঃ 4:26 pm | December 02, 2018

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্য রকম জায়গা করে রাখবে চিরদিন। এক টেস্টে কত কত গল্প, কত কত ইতিহাস। মেহেদী হাসান মিরাজ সেখানে অনন্য এক প্রথমের গল্প লিখলেন। অফ স্পিনার হিসেবে ১২ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে গড়লেন ইতিহাস।

পরো টেস্টে মিরাজের বোলিং দেখে আপনার হইতো মনে হতেই পারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রতিশোধের এক নেশা মাথায় চেপেছিলো বাংলাদেশের এই অফ স্পিনারের। কিন্তু কিসের প্রতিশোধ? এই প্রশ্নের উত্তর পেতে চাইলে আমাদের ফিরে যেতে হবে ২০১৬ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে।

যেখানে বাংলাদেশের মাটিতেই স্বাগতিকদের সেমিফাইনালে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল হেটমায়ারের ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। মেহেদি মিরাজ সেবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেও তার দলকে নিয়ে উৎরাতে পারেননি হেটমায়ারের উইন্ডিজ চ্যালেঞ্জ।

ওই বিশ্বকাপের পর কেটে গেছে দুই বছর। এরপর হেটমায়ারের দেশেই উইন্ডিজের বিপক্ষে নেমেছিলেন মিরাজ। সেবার পাঁচ উইকেটসহ পুরো সিরিজে ১০ উইকেট নিলেও কোথায় যেন একটা খাদ রয়েই গিয়েছিলো মিরাজের। হয়তো হেটমায়ারের উইকেট নিতে পারেননি মিরাজ আর সেই কষ্টটাই তাড়া করে ফিরছিলো তাকে।

তবে এবার যেন সেই ঝালই তিনি মেটালেন হেটমায়ারকে ঘরের মাঠে পেয়ে। কেননা চলতি সিরিজের দুই ম্যাচের চার ইনিংসেই হেটমায়ারের ঘাতক যে একজনই, মেহেদি হাসান মিরাজ!

সিরিজর দ্বিতীয় টেস্টে উইন্ডিজের প্রথম ইনিংসে ৭ উইকেট শিকার করেন মিরাজ বাকি ৩ উইকেট নেন অধিনায়ক সাকিব। বাংলাদেশের ৫০৮ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১১১ রানে অল-আউট হয়ে ফলোঅনে পড়ে উইন্ডিজ।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও সেই মিরাজের ঘূর্ণির শিকার ব্র্যাথওয়েটের দল। এবার মিরাজ তুলে নেন ৫ উইকেট। দুই ইনিংসে মোট ১২ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস ব্যবধানে জয়ের নায়ক এই তরুণ অল-রাউন্ডার।

কালের আলো/পিডি/এমএইচএ