কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ১৯

প্রকাশিতঃ 3:19 pm | September 30, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

আফগানিস্তানের কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর রয়টার্স।

দেশটির পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কাবুল শহরের বারচি এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। পরীক্ষার আগে শিক্ষার্থীরা সেখানে অধ্যয়নরত ছিল। হতাহতদের মধ্যে নারীরাও রয়েছেন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, হামলায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। ওই শিক্ষাপ্রতিষ্ঠানে একটি প্রবেশিকা পরীক্ষা চলছিল।

উল্লেখ্য, পশ্চিম কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে ২০২০ সালের হামলায় ২৪ জন নিহত হন। সূত্র : রয়টার্স, বিবিসি, আরাবিয়া নিউজ।

কালের আলো/এমএইচ/এসবি