নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের ছিদ্রের ঘটনা ‘নাশকতা’

প্রকাশিতঃ 9:25 pm | September 28, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, বাল্টিক সাগরে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের ছিদ্র একটি ‘নাশকতার কাজ’। মঙ্গলবার এক টুইটে তিনি একথা বলেন। খবর বাসস ও দ্য গার্ডিয়ানের।

উরসুলা ভন ডার লেন বলেন, ‘সক্রিয় ইউরোপীয় শক্তির অবকাঠামোর যে কোন ইচ্ছাকৃত ব্যাঘাত অগ্রহণযোগ্য এবং সম্ভাব্য শক্তিশালী প্রতিক্রিয়ার দিকে পরিচালিত করবে।’

ইইউ প্রধান টুইটারে বলেন, ‘কেন এটা ঘটল, সে বিষয় সুস্পষ্ট হতে এখন ঘটনার তদন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

রাশিয়ার মালিকানাধীন নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ পাইপ লাইনে মঙ্গলবার তিনটি ছিদ্র ধরা পরে। ইউরোপের নেতারা জানিয়েছেন, পাইপ লাইনে ছিদ্র হওয়ার ঘটনা কোনো দুর্ঘটনা না; এটি একটি নাশকতা। ইচ্ছেকৃত হামলায় পাইপলাইনে ছিদ্র হয়েছে। এমনকি বলা হচ্ছে, রাশিয়াই তাদের পাইপলাইনে হামলা চালিয়ে ছিদ্র করে দিয়েছে। তবে, এমন দাবিকে ‘স্টুপিড’ বলে উল্লেখ করেছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

দিমিত্রি পেসকোভকে বলা হয়, ইউরোপের নেতারা বলছেন পাইপলাইনে হামলা চালিয়েছে রাশিয়া। এ ব্যাপারে তিনি কী বলবেন। এমন প্রশ্নের জবাবে মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ‘এটি জানাই ছিল (রাশিয়াকে দায়ী করা হবে) এবং এটি একটি ‘স্টুপিড’ দাবি।’

কালের আলো/ডিএস/এমএম

Print Friendly, PDF & Email