শুরুতেই বিপদে ক্যারিবীয়রা, টার্গেট ৫০৯

প্রকাশিতঃ 3:49 pm | December 01, 2018

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

মাহমুদউল্লাহ রিয়াদ খেললেন তার টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। যে ইনিংসে ভর করে মিরপুর টেস্টে বাংলাদেশের পুঁজিটাও পাহাড়সমান হলো। প্রথম ইনিংসে ৫০৮ রানে অলআউট হয়েছে সাকিব আল হাসানের দল। জবাব দিতে নেমে শুরুতেই বিপদে ক্যারিবীয়রা।

প্রথম ওভারেই বল হাতে তুলে নেন দলীয় অধিনায়ক সাকিব আল হাসান। ওই ওভারেই উইকেট তার। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েটকে শূন্য রানেই বোল্ড করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর ষষ্ঠ ওভারে এসে কাইরন পাওয়েলকে ৪ রানে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ২ উইকেটে ৬ রান।

এর আগে ব্যাটসম্যানদের দৃঢ়তায় প্রথম ইনিংসে ১৫৪ ওভার ব্যাটিং করে ৫০৮ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ একাই করেন ১৩৬ রান। ২৪২ বলের ইনিংসটিতে তিনি হাঁকান ১০টি বাউন্ডারি।

ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ আর সাকিবের ১১১ রানের বড় জুটিটিই মূলতঃ বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিল বাংলাদেশের। সাকিব সেঞ্চুরির আক্ষেপ নিয়েই সাজঘরে ফিরেছেন। ১৩৯ বলে ৬ বাউন্ডারিতে ৮০ রান করে কেমার রোচের শিকার হন টাইগার অধিনায়ক।

এরপর লিটন দাসকে নিয়ে ৯২ রানের আরেকটি জুটি মাহমুদউল্লাহর। লিটন হাফসেঞ্চুরি পূরণ করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ব্রেথওয়েটকে রিভার্স সুইপ করতে গিয়ে ৫৪ রানে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি।

মেহেদী হাসান মিরাজ করেন ১৮ রান। নবম উইকেটে তাইজুল-মাহমুদউল্লাহর আবারও ৫৬ রানের জুটি। ২৬ রান করে তাইজুল ব্রেথওয়েটের শিকার হন। শেষ উইকেটে নাঈম হাসানকে নিয়ে ৩৬ রানের আরেকটি জুটিতে বাংলাদেশের সংগ্রহ পাঁচশ পার করে দেন মাহমুদউল্লাহ। নাঈম অপরাজিত ছিলেন ১২ রানে।

ক্যারিবীয়দের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন কেমার রোচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিকেন আর ক্রেইগ ব্রেথওয়েট।

কালের আলো/পিএনএ/এমএইচএ