পঞ্চগড়ে নৌকাডুবি : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
প্রকাশিতঃ 7:36 pm | September 25, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৃথক বাণীতে এ শোক প্রকাশ করেন তারা।
শোকবার্তায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে পঞ্চগড়ে করতোয়া নদীতে আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নৌকাডুবির ঘটনা ঘটে। এ পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ১২ নারী, আট শিশু ও চার পুরুষের মরদেহ রয়েছে। ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে।
কালের আলো/ডিএস/এমএম