বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে ভুটান

প্রকাশিতঃ 1:10 pm | September 24, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

মহামারি করোনাভাইরাসের কারণে আড়াই বছর বন্ধের পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলল ভুটান। আজ শনিবার থেকে বিদেশি পর্যটকদের ঢুকতে দিচ্ছে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ ভুটান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

তবে বিদেশি পর্যটকদের দৈনিক ফি ৬৫ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার নির্ধারণ করেছে ভুটান সরকার। তিন দশক ধরে প্রতিদিন অবস্থানের জন্য বিদেশি পর্যটকদের কাছ থেকে ৬৫ ডলার করে পর্যটন কর নিত দেশটি।

যদিও বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের লোকজনের জন্য এই ফি এক হাজার ২০০ রুপি নির্ধারণ করেছে ভুটান সরকার। করোনার আগে ভারতীয়দের ভুটানে অবস্থানের জন্য আলাদা ফি দেওয়া লাগত না।

২০২০ সালের মার্চে প্রথম করোনা শনাক্তের পর বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে আট লাখেরও কম জনসংখ্যার দেশটি। কড়াকড়ির কারণে দেশটিতে করোনা তেমনভাবে আঘাত হানতে পারেনি। মাত্র ২১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছিলেন ৬১ হাজারের কিছু বেশি মানুষ।

কালের আলো/ডিএস/এমএম

Print Friendly, PDF & Email