ভাসাবী ১৭তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগের জমকালো উদ্বোধন

প্রকাশিতঃ 11:01 am | September 15, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ভাসাবী ১৭তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগের জমকালো উদ্বোধন করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‍্যাবের ডিজি অতিঃ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কাবাডি স্টেডিয়াম গ্রাউন্ডে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

এ সময় কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ইয়াসির আহমেদ খান, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), যুগ্ম সম্পাদক ও এবং পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোঃ মোজাম্মেল হক, বিপিএম (সেবা), বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের এর সদস্য সচিব জনাব মাছুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিঃ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ভাসাবী ১৭তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ ২০২২ এ পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে এর কলেবর বৃদ্ধি করা হয়েছে। ভাসাবী ১৭তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ এর এই আসর আরো আকর্ষণীয়, জমজমাট ও প্রতিদ্বদ্বিতাপূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এর খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগে ০৬টি সার্ভিসেস দল ও ০৮টি ক্লাবসহ মোট ১৪টি দল ০৩টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবেন এবারের টুর্নামেন্টে।

অংশগ্রহণকারী দলসমূহ হলো- বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ জেল, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি ও শহীদ মোজাফফর স্মৃতি সংসদ ক গ্রæপে, বাংলাদেশ পুলিশ, আজাদ স্পোটিং ক্লাব, স্টার স্পোর্টস ও জুরাইন জনতা ক্লাব খ গ্রুপে এবং বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ ফায়ার সার্ভিস, অক্সফোর্ড প্রিমিয়ার ক্লাব ও দিয়া স্পোটিং ক্লাব গ গ্রুপে।

কালের আলো/ডিএস/এমএম