টেকনাফে অটোরিকশা-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিতঃ 6:16 pm | September 11, 2022

কালের আলো প্রতিবেদক:

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, টেকনাফের হোয়াইক্যং মিনাবাজার এলাকার রহমত উল্লাহর ছেলে মো. মামুন (২৭) ও একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. জয়নাল (৩৬)। তাদের মধ্যে একজন অটোরিকশাটির চালক ও অপরজন মালিক।

জানা গেছে, আজ রোববার দুপুর ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় টেকনাফগামী এস আলম (ঢাকা মেট্রো স-১২-০১০) মিনিবাসের সঙ্গে বিপরীত থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন ও আরও তিনজন আহত হয়েছে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালের আলো/এমএইচ/এসবি