না ফেরার দেশে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ
প্রকাশিতঃ 12:16 am | September 09, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীনতম রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে বাকিংহাম প্যালেসের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে। মৃত্যুকালে যুক্তরাজ্যে দীর্ঘতম সময় ধরে রানির দায়িত্ব পালন করা এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর।
এর আগে বৃহস্পতিবার বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে রানির অসুস্থতার খবর জানানো হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয় তাকে। রানির পাশে ছুটে আসেন তার সন্তান ও রাজপরিবারের অন্য সদস্যরা।
রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদের বাইরে জড়ো হন তার শুভাকাঙ্ক্ষীরা। পুলিশ প্রাসাদগামী রাস্তায় নিরাপত্তা জোরদার করেছে।
বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস জানিয়েছে, বিশ্বের প্রাচীনতম রানি এলিজাবেথ গত বছর থেকে ‘এপিসোডিক মোবিলিটি প্রবলেম’-এ ভুগছিলেন।
রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন ৭০ বছর ধরে। চলতি বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছেন তিনি।
রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল মঙ্গলবার। সেদিন বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। সেই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতিও নেন।
কালের আলো/ডিএস/এমএম