রাজধানীতে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রকাশিতঃ 5:07 pm | September 08, 2022

কালের আলো প্রতিনিধি:

রাজধানীর কামারপাড়া ও শাহআলী মার্কেটে অভিযান চালিয়ে আনুমানিক ৩০০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। এই সময় তাদের ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরের তুরাগ থানার কামারপাড়া কাঁচা বাজারে নিষিদ্ধ পলি ব্যবহার বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন’র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি দোকান থেকে ১২০ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও শাহআলী থানার অন্তর্গত শাহ আলী মার্কেটের সোহেল মিয়ার দোকান থেকে ৫০০ কেজি পলিথিন ও ১০ হাজার টাকা জরিমানা ও একই মার্কেটের মোক্তার হোসেনের দোকান থেকে ২০০ কেজি পলিথিন ও ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যান্যদের মধ্যে জিসানের দোকান থেকে ১৫০ কেজি পলি ও ৩ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি বেশকিছু দোকানে অভিযান চালিয়ে মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কালের আলো/এসবি/এমএম