প্রকাশ হলো ‘অপারেশন সুন্দরবন’র প্রথম গান ‘এ মন ভিজে যায়’

প্রকাশিতঃ 10:50 am | September 04, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:

প্রাকৃতিক সৌন্দর্যের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। ‘র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ প্রযোজিত এ সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার ও ট্রেলার। এবার প্রকাশ পেল ‘এ মন ভিজে যায়’ শিরোনামে সিনেমাটির প্রথম গান।

শনিবার (০৩ সেপ্টেম্বর) ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার গান সোস্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। গোধূলি শর্মার কথা ও অম্লান চক্রবর্তীর পরিচালনায় গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

গানটির সঙ্গীতায়োজনে ছিলেন বব এস এন ও ইমন চৌধুরী। মিক্স মাস্টারিংও করেছেন ইমন চৌধুরী।

গানটি প্রকাশ উপলক্ষে অপারেশন সুন্দরবনের ফেসবুক পেজ থেকে লাইভে যুক্ত হয়েছিলেন সিনেমাটির পরিচালক দীপংকর দীপন, চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সামিনা বাশার ও কলকাতার দর্শনা বণিক।

কালের আলো/ডিএস/এমএম

Print Friendly, PDF & Email