শালীনতা কি শুধু নারীর পোশাকের মধ্যে সীমাবদ্ধ, প্রশ্ন শিক্ষামন্ত্রীর
প্রকাশিতঃ 10:57 pm | August 31, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নানানভাবে শালীনতার প্রশ্ন তোলা হয়। শালীনতা কি শুধু নারীর পোশাকের মধ্যে সীমাবদ্ধ? শালীনতা শুধু পোশাকে নয়, পোশাক, আচার-আচরণ, কথা কাজ, দৃষ্টিভঙ্গি, চিন্তার মধ্যে শালীনতা দরকার। শালীনতা শুধু নারীর নয় পুরুষ ও প্রত্যেকটি মানুষের জন্য প্রযোজ্য। যারা প্রশ্নগুলো তোলেন, তারা জাতিকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন তোলেন। আমদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে প্রশ্ন তোলেন। শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে।
বুধবার (৩১ আগস্ট) ঢাকা কলেজ আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বার বার প্রশ্ন তোলা হয় আমি বাঙালি না মুসলমান? এ প্রশ্নের মীমাংসা তো আগেই হয়ে গেছে। আমি বাঙালিও, মুসলমানও। কিংবা আমি বাঙালি আমি খ্রিস্টান, আমি বাঙালি আমি হিন্দু, আমি বাঙালি আমি বৌদ্ধ। আমার ধর্ম আমার জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক কিছু নয়। তারপরও বার বার কেন এই প্রশ্নগুলো টেনে আনা হয়? আমার সংস্কৃতিকে কেন ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়? আমাদের স্মৃতি কেন মুছে ফেলার চেষ্টা করা হয়?
তিনি আরও বলেন, এই ভূখণ্ডে অনেক ধরনের, ভাষার মানুষ এসেছে। অনেক সংস্কৃতির মানুষ এসেছে। সবাইকে নিয়ে আমরা একটা শান্তি ও সম্প্রীতির সমাজ তৈরি করেছি। আমরা সেই ঐতিহ্য কেন ভুলে যাবো?
অনেক দেশের সমৃদ্ধ ইতিহাস নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবীর অনেক ধনী দেশ আছে যাদের তিন শ বছর আগে গেলেও সমৃদ্ধ ইতিহাস নেই, যেটুকু আছে সেটুকু শোষণের। এই ভূখণ্ডে অনেক ধরনের, ভাষার মানুষ এসেছে, অনেক সংস্কৃতির মানুষ এসেছে। আমরা সেই ঐতিহ্যকে কেনও ভুলে যাব? আমাদের ত্যাগের ইতিহাস রয়েছে।
কালের আলো/এসবি/এমএম