নির্বাচনের ফল না হওয়া পর্যন্ত মাঠে থাকব: হিরো আলম
প্রকাশিতঃ 12:21 pm | November 29, 2018

কালের আলো প্রতিবেদক:
নির্বাচনে জয়লাভের বিষয়ে শতভাগ আশাবাদী অভিনয় থেকে রাজনীতিতে আসা হিরো আলম। তিনি বলেছেন, ভোটের ফল না হওয়া পর্যন্ত মাঠে থাকব। মাঠ ছাড়ব না।
জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন হিরো আলম। গতকাল বুধবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে তিনি বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কর্মী-সমর্থকদের নিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।
এ সময় তিনি বলেন, হিরো আলম কথা দিলে কথা রাখে। নির্বাচনের যখন ঘোষণা দিয়েছি, ফল ঘোষণা পর্যন্তই মাঠে থাকব। কিছুতেই মাঠ ছাড়ব না।
হিরো আলম জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু জাতীয় পার্টি তাকে মনোনয়ন দেয়নি। পরে সিদ্ধান্ত নেন নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। সিদ্ধান্ত মোতাবেন তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
হিরো আলমের নির্বাচনী অভিজ্ঞতা এটিই প্রথম নয়। এর আগে স্থানীয় নির্বাচনে অংশ নেন এ মডেল। তবে হেরে যান।
জাতীয় নির্বাচনে কেন অংশ নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, জনগণের ভালোবাসায় আজ আমি হিরো আলম। সেই ভালোবাসার মূল্য দিতেই আমি নির্বাচন করছি।
দলের মনোনয়নের বিষয়ে এখনও আশাবাদী হিরো আলম। তিনি বলেন, জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছিলাম। এখনও মনোনয়নের সেই আশা শেষ হয়ে যায়নি। তবু কোনো কারণে মনোনয়ন না পেলে নির্বাচনী মাঠ ছাড়ব না। স্বতন্ত্র প্রার্থী হয়েই শেষ পর্যন্ত লড়ব।
হিরো আলম বলেন, বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করতে বহু আশা নিয়ে পল্লীবন্ধু এরশাদের দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। প্রথম থেকে এখন পর্যন্ত দলটির সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে। তাই আশা করছি জাতীয় পার্টি আমাকে বঞ্চিত করবে না।
তিনি বলেন, নির্বাচনী নানা কৌশলের কারণে হয়তো আমাকে এখনও গ্রিন সিগন্যাল দেয়া হয়নি দল থেকে। বারবার সিদ্ধান্তও বদলাচ্ছে। সে হিসাবে আমার মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থেকে যায়। আমি সেই ঝুঁকিতে যেতে চাই না। জনগণের ভালোবাসার মূল্য দিতে নির্বাচনে অংশ নিতে চাই। তাই স্বতন্ত্র হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি।
কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত এ আসনে গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ প্রার্থী। এ আসনটি গত নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জাসদ প্রার্থী নির্বাচিত হন।
ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন হিরো আলম। তার প্রকৃত নাম আশরাফুল আলম। তার বাড়ি বগুড়ায়।
হিরো আলম নির্বাচন করতে চান, এ খবর সংবাদমাধ্যমে প্রচার হওয়ার পরই শুরু হয় আলোচনা-সমালোচনা।
তবে এসব আলোচনা-সমালোচনা মাথায় নিচ্ছেন না হিরো আলম। তিনি বলেন, লোকজন কথা শুরু করলে, কথা বলতেই থাকবে, থামবে না। তাদের সব কথা মাথায় নিলে তো আমি কাজ করতে পারব না। তাই আমি ওসব কথা পাত্তা দিই না।
হিরো আলম বলেন, দেশের মানুষ আমাকে জিরো থেকে হিরো বানিয়েছে। আজ মানুষের ভালোবাসার কারণেই আমি এ অবস্থানে এসেছি। আমি যদি এমপি হই, তা হলে মানুষের সেই ভালোবাসার প্রতিদান দিতে কাজ করে যাব।
কালের আলো/এমএইচএ