আমার বিরুদ্ধে যে অভিযোগ তা আমি বলিনি : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 8:58 pm | August 22, 2022

নিজস্ব প্রতিবদেক, কালের আলো:

সম্প্রতি দেওয়া বক্তব্য নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যে ইস্যু নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সে বিষয়টি আমি বলিনি। নির্বাচন নিয়ে কোনো কথাই হয়নি। রিজিওনাল স্ট্যাবিলিটি নিয়ে আলাপ হয়েছে।

সোমবার (২২ আগস্ট) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এর আগে এদিন সচিবালয়ে তিনি বলেন, যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আমি তার ধারে কাছেও নেই। তাহলে কি এটা মিথ্যা অভিযোগ? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি ডাহা মিথ্যা। নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি।

তাহলে কি বলেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, গ্লোবাল কনটেস্ট যে অস্থিতিশীল অবস্থা তার প্রেক্ষিতে স্থিতিশীলতার কথা বলেছি।

বিবৃতিতে ড. মোমেন আরও বলেন, আমি ভারতীয় সরকারকে আওয়ামী লীগকে নির্বাচনে যে কোনো উপায়ে নির্বাচিত করতে হবে- এটা কখনো বলিনি। এটা তারা বানাচ্ছেন। ভারতে আমাদের আলোচনায় কখনো আওয়ামী লীগের কথা উঠেনি। নির্বাচনের কথা উঠেনি।

তিনি বলেন, চট্টগ্রামের অনুষ্ঠানটি ছিল জন্মাষ্টমি উপলক্ষে। আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত কম্প্রিহেনসিভ ও অপূর্ব বক্তব্যের পর আমার বক্তব্য দেয়ার প্রয়োজন নেই। তারা তখন কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছেন।

‘সেই প্রেক্ষিতে আমি বলেছি… আমি গৌহাটিতে গিয়েছিলাম এবং সেখানে আসামের মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এজন্য যে, সন্ত্রাসী তৎপরতা বন্ধ হওয়ায় আসামে স্থিতিশীলতা এসেছে এবং অনেক অনেক উন্নয়ন হচ্ছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুতরাং আমি ভারত সরকারকে বলেছি যে- উভয় দেশের মঙ্গলের জন্য, উন্নয়নের জন্য স্থিতিশীলতা খুবই প্রয়োজন। সেজন্য উভয় দেশে কোনো ধরণের সাম্প্রদায়িক ইস্যু ফুলায়ে ফালায়ে প্রচার করে স্থিতিশীলতা যাতে বিঘ্ন না করা হয় তার কথা বলেছি। ভারতে সাম্প্রদায়িক সমস্যা দেখা দিলে এটা আমাদের দেশকেও আঘাত দেয়।

তিনি আরও বলেন, আমি বলেছি শেখ হাসিনা স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রতীক। শেখ হাসিনা থাকলে অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা গড়ে উঠবে। সুতরাং তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার তা করার জন্য বলেছি। বন্ধু প্রতিম দেশ হিসাবে তাদের সহায়তা চেয়েছি।

কালের আলো/ডিএস/এমএম

Print Friendly, PDF & Email