শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ায় কর্মপরিকল্পনায় কোনো পরির্বতন হবে না : শিক্ষামন্ত্রী
প্রকাশিতঃ 8:36 pm | August 22, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি বাড়ায় কর্মপরিকল্পনায় কোনো পরির্বতন হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেছেন, কর্মপরিকল্পনায় কোনো পরির্বতন আসবে না। ৬ দিনের মধ্যে যা করা হতো তা ৫ দিনেই করা হবে। আশা করি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম এতে ব্যাহত হবে না
সোমবার (২২ আগস্ট) রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ক্লাসের সময়ের এখনই পরির্বতন করছি না। আপাতত সময় যেটা আছে সেটাই থাকবে। পরে যদি দেখি বেশি অসুবিধা হচ্ছে তাহলে সিদ্ধান্ত নেওয়া হবে। এ মুর্হূতে ক্লাসের সময়সূচি বদলাচ্ছি না।
ডা. দীপু মনি আরও বলেন, কেউ কেউ বলেছিলেন বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যায় কি না। আজকাল বিরাট সংখ্যক বাবা-মা-ই কর্মজীবী। তাদের ছুটি বিবেচনায় নিয়ে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার করা হয়েছে। বাকি ৫ দিন শিক্ষা কার্যক্রম চলবে। বেশিরভাগ চাকরিজীবী কিন্তু ৬ দিন চাকরি করেন না। শিক্ষকরা ৬ দিন কাজ করেন। তারা সপ্তাহে দুই দিন ছুটি পেলে কাজে আরও উৎসাহী হবেন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে এ সিদ্ধান্ত ফলপ্রসূ হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, কিছুটা তো কাজে দেবেই। ঢাকা শহরে যে পরিমাণ যানবাহন চলে এর বিরাট সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে। সেক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ১ দিন বেশি বন্ধ থাকলে এটা কাজে দেবে।
এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করে অফিস আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী, প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কালের আলো/ডিএস/এমএম