দলে প্রধান কোচের কাজ কি: পাপন

প্রকাশিতঃ 5:30 pm | August 22, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

রাসেল ডমিঙ্গোর শেষের শুরুটা হয়ে গেল। বলা যায় বাংলাদেশ ছাড়ার কাউন্ট ডাউন শুরু করে দিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। আগামী বছর ২০২৩ সালের নভেম্বরে ব্যাগ গুছিয়ে দেশের পথ ধরবেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

কিন্তু বিদায়ের আগে তার কাজের ক্ষেত্রটাও ছোট হয়ে গেল ডমিঙ্গোর। ছিলেন টাইগারদের তিন ফরম্যাটের কোচ। তবে এখন আর টি-টোয়েন্টি দলের কোচিং প্যানেলের সঙ্গে থাকা হবে না তার, দেখবেন ওয়ানডে আর টেস্ট দল।

আসন্ন এশিয়া কাপে ডমিঙ্গোকে দলের সঙ্গে না পাঠানোর খবর আরও আগেই চাউর হয়। তবে আজ ঘোষণাও করে দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। পাশে ডমিঙ্গোকে রেখেই জানিয়ে দেন, ‘হেড কোচ বলতে এখন পর্যন্ত কেউ নেই। এখানটায় আমাদের ব্যাটিং কোচ রয়েছে। আমাদের স্পিন কোচ, পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ রয়েছে। আমাদের অধিনায়ক আছে। টি-টোয়েন্টিতে আমাদের টেকনিক্যাল পরামর্শক আছে একজন। সে গেম প্ল্যান দেবে। যদি গেম প্লোন সে দেয় তাহলে হেড কোচ করবে কি আর। প্রধান কোচের তো কোনো কাজ থাকে না।’

এশিয়া কাপের সময় দলের সঙ্গে নাজমুল হাসান পাপন থাকবেন দলকে অনুপ্রেরণা জোগাতে। এছাড়াও থাকবেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স জালাল আহমেদ। দলকে লিড দেবে কে এমন প্রশ্নে পাপন জানান, ‘আমাদের টিম ডিরেক্টর আছে। জালাল ভাই থাকছে। আমি থাকছি। আর কি?’

টি-টোয়েন্টি দলের জন্য সদ্য নিয়োগ পাওয়া টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরামকে নিয়ে ডমিঙ্গোর সঙ্গে বসেছিলেন নাজমুল হাসান পাপন। দুজনের সঙ্গে কি আলোচনা হয়েছে এ নিয়ে পাপন্ন বলেছেন, ‘আমি আপনাদের আগে জানিয়েছি, আমরা একজন টি-টোয়েন্টিতে টেকনিক্যাল কনসালটেন্ট নিয়েছি শ্রীধরণ শ্রীরাম। শ্রীরামের সঙ্গে একটু বসা হলো। রাসেল ডমিঙ্গোর সঙ্গে বসা হয়েছে আমাদের ভবিষ্যৎ নিয়ে। আমাদের ভালো আলোচনা হয়েছে।’

কালের আলো/এমএইচ/এসবি