বিজিবি’র অভিযানে ১৭টি স্বর্ণের বারসহ ‘পাচারকারী’ আটক

প্রকাশিতঃ 9:20 pm | August 19, 2022

কালের আলো প্রতিনিধি:

যশোরের শার্শার সীমান্ত থেকে ১৭টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক মোনতাজ হোসেন (৪৫) শার্শার পুটখালী গ্রামের প্রয়াত দ্বীন মোহাম্মাদের ছেলে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে রুদ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল এই অভিযান চালায়। পরে মোনতাজের দেহ তল্লাশি করে ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন এক কেজি ৯৮৫ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।
 
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলেও জানিয়েছে বিজিবি।

কালের আলো/এসবি/এমএম