নানা আয়োজনে ট্যাপ’র বর্ষপূর্তি উদযাপন
প্রকাশিতঃ 2:34 pm | August 18, 2022

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
নানা আয়োজনে সফলতার প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের অধীনস্থ মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস ট্রাষ্ট আজিয়াটা পে (ট্যাপ)।
প্রতিষ্ঠানটির এক বছর পূর্তি উপলক্ষে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্রদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘‘তোমার চোখে পদ্মা সেতু’’।
এ সময় অনুষ্ঠানে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অধ্যক্ষ এবং ট্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়া পরবর্তীতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিগত এক বছরের পেশাগত কাজের স্বীকৃতি স্বরূপ ট্যাপ এর ১২ জন কর্মকর্তা ও কর্মচারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়াও গত ২৪ জুলাই ঢাকা সেনানিবাসের সিএসডি’র প্রধান কার্যালয়ে সিএসডি ও ট্রাষ্ট আজিয়াটা পে (ট্যাপ) এর মধ্যে একটি মার্চেন্ট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অধীনে এখন থেকে দেশের সকল সেনানিবাসের সিএসডি থেকে কেনাকাটা করে ট্যাপ মাধ্যমে পেমেন্ট করা যাবে।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৮ জুলাই সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে ট্যাপ এর উদ্বোধন করেন।
কালের আলো/ডিএস/এমএম