বর্তমান সংকট চিরস্থায়ী নয় : বাণিজ্যমন্ত্রী
প্রকাশিতঃ 7:16 pm | August 16, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘টেলিভিশন চ্যানেল খুললেই টক শোতে বিএনপি বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেলো। যখন বিপদ আসে তখন কিন্তু তারা এই সুরে গান ধরে। তারা সেই শক্তির উত্তরাধিকার, যারা এই দেশটাই চায়নি। এখন সময় হয়েছে, আমাদের প্রত্যেকের পারিবারিক ও সংসার জীবনে একটু সাশ্রয়ী হবার। তবে বর্তমান সংকট চিরস্থায়ী নয়। যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তাভাবনা করে কাজ করছেন তাতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই। এর জন্য খুব বেশি সময় লাগবে না।’
মঙ্গলবার (১৬ আগস্ট) রংপুর শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে ‘রংপুরে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইতিহাস সমৃদ্ধ স্যুভেনিয়র ‘রংপুরে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রকাশনাটি প্রকাশ করেছে রংপুর সিটি করপোরেশন। এই উপলক্ষে আজ জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এই উৎসব ও সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়াসহ অন্যান্যরা।
এর আগে, রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আয়োজনে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতে আয়োজিত এক সেমিনারেও বক্তব্য দেন মন্ত্রী।
সেখানে তিনি বলেন, ‘ডলারের মূল্য বাড়ার কারণে দাম কমানোর বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আজকে ডলারের দাম বেড়েছে আবার কালকে কমে গেলেও এর ওপর ভিত্তি করে দাম কম-বেশি করা যায় না। এখন বাজারে যে তেল আছে তা একমাস আগে কেনা। তখন এলসিতে মূল্য কত পড়েছিলো কী দাম পড়েছিল কিনতে ডলারের মূল্য কত ছিল সার্বিক বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে দাম কমলে এর সুফল আমরা পাবো না। ট্যারিফ কমিশন সার্বিক বিষয়গুলো দেখছে।’
কালের আলো/ডিএস/এমএম