শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ১১
প্রকাশিতঃ 12:20 pm | August 11, 2022

কালের আলো প্রতিবেদক:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শিয়ালের কামড়ে শিশু নারী পুরুষসহ ১১জন আহত হয়েছে।
বুধবার (১০ আগস্ট) রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া, উরুরগাও, কুশিউড়া বড়খাল ও মির্ধারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে এ গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।
আহতরা হলেন, ইউনিয়নের কিরণপাড়া গ্রামের হাতিম আলীর স্ত্রী বতাই বেগম (৪৫), বোলন মিয়ার স্ত্রী রিনা বেগম (৩০), উরুরগাও গ্রামের রহম আলীর ছেলে বাবুল মিয়া ( ৩০), কুশিউড়া গ্রামের বাদল মিয়ার স্ত্রী জরিনা, বেগম (৪৫)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জানান, বুধবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া, উরুরগাও, কুশিউড়া বড়খাল ও মির্ধারপাড়া গ্রামে পাগলা শিয়ালের আক্রমণে ১১ জন আহত হয়েছেন। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোছাইন জানান, খোঁজ নিয়ে জেনেছি, কিছু শিয়াল ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজনকে কামড় দিয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
কালের আলো/এমএইচ/এসবি