ফারমার্স ব্যাংক নিয়ে বিভ্রান্ত না হতে সেলিমা বেগমের আহবান

প্রকাশিতঃ 3:31 pm | January 28, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

ফারমার্স ব্যাংক নিয়ে বিভ্রান্ত না হতে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহবান জানিয়েছেন ব্যাংকটির ময়মনসিংহের তারাকান্দা শাখার ম্যানেজার সেলিমা বেগম।

তিনি বলেন, আমাদের ব্যাংকের নানা বিষয়ে সাধারণ মানুষের মাঝে ভ্রান্ত একটি ধারনা তৈরি হচ্ছে। একটি মহল এ কাজটি করছে।

কিন্তু সবার সহযোগিতায় গ্রাহকদের আস্থা ও বিশ্বাস ধরে রেখেই ফারমার্স ব্যাংক পূর্ণোদ্যমে ঘুরে দাড়াচ্ছে। ব্যাংকের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

গত শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে স্থানীয় তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রায় ৯ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এ সংগঠনের আমন্ত্রণে ফারমার্স ব্যাংকের তারাকান্দা শাখার ব্যাবস্থাপক সেলিমা বেগম যোগ দেন।

নিজের বক্তৃতায় সেলিমা বেগম ফারমার্স ব্যাংকের নানা বিষয়ে সাধারণ মানুষের যে ভ্রান্ত ধারনা আছে তাঁর বিপক্ষে যুক্তি তুলে ধরেন এবং সকলকে ফার্মারস ব্যংকের ঘুরে দাড়াবার জন্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করতে অনুরোধ করেন।

এ সময় সকলেই হাত উঠিয়ে তাকে সহযোগিতা করার আশ্বাস দেন। পরে সেলিমা বেগম উপস্থিত ব্যবসায়ীদের হাতে ব্যাংকের লিফলেট ও পেপার কাটিং তুলে দেন।

 

কালের আলো/এএ