সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব
প্রকাশিতঃ 4:40 pm | August 07, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ডলারের মূল্যবৃদ্ধি পাওয়ায় দাম সমন্বয়ের জন্য বোতলজাত ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
জানা গেছে, গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) দেওয়া এক চিঠিতে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ২০৫ টাকা করার কথা বলা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ এবং পাঁচ লিটারের বোতল ৯১০ থেকে ৯৬০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এর আগে ৯ জুন বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখার উপসচিব খন্দকার নূরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
তখন লিটারপ্রতি বাড়ানো হয় ৫ থেকে ৭ টাকা। নতুন দাম অনুযায়ী প্রতিলিটার খোলা সয়াবিন তেল ৫ টাকা বাড়িয়ে ১৮৫ টাকা করা হয়। আর এক লিটারের বোতলে ৭ টাকা বাড়িয়ে ২০৫ টাকা করা হয়। অন্যদিকে ৫ লিটারের বোতল ১২ টাকা বাড়িয়ে ৯৯৭ টাকা করা হয়।
পরে ১৭ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে সঙ্গে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের বৈঠক শেষে ১৪ টাকা কমিয়ে প্রতি লিটার সয়াবিন তেল ১৮৫ টাকা আর পাঁচ লিটার ৯৮০ টাকা থেকে ৯১০ টাকা করার ঘোষণা দেয়া হয়। পাশাপাশি পাম তেলের দামও কমানো হয়। প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১৫২ টাকা করা হয়।
কালের আলো/বিএস/এমএম