থাইল্যান্ডে নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১৩

প্রকাশিতঃ 10:14 am | August 05, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

থাইল্যান্ডের একটি নাইটক্লাবে আগুন লেগে ১৩ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলের চোনবুড়ি প্রদেশে ঘটনাটি ঘটেছে।

কর্নেল উত্তিপং সোমজাই জানান, টেলিফোনে মাউন্টেন বি নাইটক্লাবটিতে রাত ১টার দিকে আগুন লাগার খবর পায় তারা। ভুক্তভোগীরা সবাই থাইল্যান্ডের নাগরিক বলেও জানান তিনি।

তিন ঘণ্টা পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনাস্থল ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে। যাদের মৃত্যু হয়েছে তাদের চার জন নারী ও বাকি নয় জন পুরুষ।

উদ্ধারকারী বিভাগের পোস্ট করা ভিডিও ফুটেজে নাইটক্লাবটিতে আসা লোকজনকে আর্তচিৎকার করে পালাতে দেখা গেছে। তাদের পরনের কাপড়ে আগুন জ্বলছিল, পেছনে বিশাল একটি আগুন ক্লাবটিকে গ্রাস করে নিয়েছে।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email