কুমিল্লায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

প্রকাশিতঃ 2:07 pm | August 04, 2022

কালের আলো প্রতিবেদক:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী হাজেরা বেগম (৩২)।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি উপজেলার রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে সোহেল রানা (৩৫)।

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, পারিবারিক কলহের জের ধরে সোহেলের সঙ্গে দীর্ঘদিন ধরে স্ত্রী হাজেরার কলহ চলছিল। এরই জের ধরে আজ বৃহস্পতিবার রাতে ঘুমন্ত সোহেলের গোপনাঙ্গ কেটে দেন তার স্ত্রী। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, স্ত্রী হাজেরাকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন।

কালের আলো/এমএইচ/এসবি