নওগাঁয় পিকআপ-টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশিতঃ 9:45 pm | August 03, 2022

কালের আলো প্রতিবেদক:
নওগাঁর মহাদেবপুরে পিকআপ-টমটম মুখোমুখি সংঘর্ষে টমটমের ২ যাত্রী নিহত হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার চকগৌরীর খরা তলীর মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এসময় আহত হয়েছেন আরও ৫ যাত্রী।
নিহতরা হলেন- উপজেলার কুলীহার গ্রামের খোকার স্ত্রী আবেদা বিবি (৬০) ও আলীর স্ত্রী বেবি খাতুন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মেহেদী হাসান বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করার আগে তারা লাশ নিয়ে দ্রুত হাসপাতাল থেকে চলে যায়।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, দুর্ঘটনার খবরটি শুনেছি। তবে দুইজন মারা যাওয়ার বিষয়টি জানা নেই। খোঁজ নিচ্ছি।
কালের আলো/এমএইচ/এসবি