বিইউপি ফিল্ম ফেস্ট বিজয়ীদের পুরস্কার বিতরণ
প্রকাশিতঃ 5:41 pm | August 03, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (এফএসএসএস) এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী অনুষ্ঠিত ‘বিইউপি ফিল্ম ফেস্ট-২০২২’ এর সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ আগস্ট ) বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা, লেখক এবং পরিচালক আবুল হায়াত। ফিল্ম ফেস্টে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্বনামধন্য পরিচালক গিয়াস উদ্দীন সেলিম।
বিইউপি সূত্রে জানা গেছে, ফেস্টে ৪০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচটি ক্যাটাগরিতে যথাক্রমে শর্ট ফিল্ম, কসপ্লে, স্ক্রীপ্ট রাইটিং, পোস্টার ডিজাইন এবং সিনে কুইজ প্রতিযোগিতায় ২৭৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যমই নয় বরং এটি মানুষকে শিক্ষিত করে, নৈতিকতা ও মানবিকতার বিকাশ ঘটায়, সমাজ সংস্কার, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং সামগ্রিকভাবে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, চলচ্চিত্র আমাদের দৈনন্দিক ও সামাজিক জীবনের দর্পণ হিসেবে কাজ করে। একটি ভালো চলচ্চিত্র আমাদের মনের জানালাকে প্রশস্ত করে এবং সামাজিক পরিবেশকে নিয়ে সমালোচনামূলক চিন্তা করতে অনুপ্রাণিত করে।
স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের উদাহরণ দিয়ে উপাচার্য বলেন, এইসব চলচ্চিত্রে অনেক গুরুত্বপূর্ণ সত্য ঘটনা প্রতিফলিত হয়েছে এবং বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে বিশ্বের সেরা সিনেমাগুলো দেখার পরামর্শ প্রদান করেন এবং বিইউপির শিক্ষার্থীদের মধ্য থেকে ভবিষ্যতে স্বনামধন্য পরিচালক এবং তাদের নির্মিত বস্তুনিষ্ঠ এবং শিক্ষামূলক চলচ্চিত্র প্রকাশিত হবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএস/এমএম