সুনামগঞ্জে পুকুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
প্রকাশিতঃ 9:38 pm | July 31, 2022

কালের আলো প্রতিবেদক:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩১ জুলাই) বিকেলে ওই ইউনিয়নের তরঙ্গিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তরঙ্গিয়া কৃষ্ণতলা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে রুমা আক্তার (৮) ও শফিক মিয়ার মেয়ে মারিয়া আক্তার (৮)। তারা মামাতো-ফুফাতো বোন।
স্থানীয়া জানান, রুমা ও মারিয়া আজ রোববার বিকেলে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। এ সময় হঠাৎ করে তারা পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া বলেন, মরদেহ পরিবারের কাছে রয়েছে। তবে এ ঘটনা বিশ্বম্ভপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
কালের আলো/এমএইচ/এসবি