বিএনপির মনোনয়ন পেলেন যারা

প্রকাশিতঃ 3:39 pm | November 26, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গতকাল আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন চিঠি বিতরণ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর আজ সোমবার থেকে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। বিকেলে দলের গুলশান কার্যালয় থেকে মনোনয়নের এ চূড়ান্ত টিকিট দেয়া শুরু হয়েছে।

বগুড়া- ৬ ও ৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের চিঠি বিতরণ শুরু করে বিএনপি।

খালেদা জিয়ার পক্ষ থেকে বগুড়া-৬ আসনের জন্য মনোনয়নের চিঠি গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ও বগুড়া-৭ আসনের চিঠি নেন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান।

এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পেয়েছেন।

এছাড়া মনোনয়ন পেয়েছেন বরিশাল-৫ আসনে মুজিবর রহমান সারোয়ার, পাবনা-৫ আসনে শিমুল বিশ্বাস, কুমিল্লা-৭ আসনে এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ, চট্টগ্রাম-৮ আসনে মোর্শেদ খান।

রংপুর-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনে ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী, রংপুর-৩ আসনে মোজাফফর আহমদ ও রিতা রহমান ধানের শীষের টিকিট পেয়েছেন।

রংপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনে সোলাইমান আলম ও ডা. মমতাজকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। রংপুর-৬ আসনে সাইফুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দিনাজপুর ১ মনজুরুল ইসলাম/মামুনুর রশিদ, দিনাজপুর ২ সাদেক রিয়াজ/মামুনুর রশিদ, দিনাজপুর ৪ হাফিজ/ আখতারুজ্জাম্না মিয়া, দিনাজপুর ৫ রেজানুল হক/বাচ্চু, দিনাজপুর ৬ লুতফুর রহমান/ শাহিন।

কালের আলো/এনএল/এমএইচএ

Print Friendly, PDF & Email