পাকিস্তান হাইকমিশনকে ফেসবুক থেকে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলার নির্দেশ
প্রকাশিতঃ 10:46 am | July 24, 2022

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে নিজেদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন।
শনিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পক্ষ থেকে পাকিস্তান হাইকমিশনকে ওই ছবিটি সরাতে বলেছে।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের ফেসবুক পেজ থেকে ছবিটি সরায়নি পাকিস্তান হাইকমিশন।
পাকিস্তান হাইকমিশন গত বৃহস্পতিবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। তারপর থেকেই সামাজিক গণমাধ্যমে শুরু হয়ে যায় তোলপাড়।
পতাকার ছবিটি পোস্ট করার পর পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে সমালোচনা শুরু হয়ে যায়। পরে পাকিস্তান হাইকমিশন কমেন্টস অপশন বন্ধ করে দেয়। এখন সেখানে কেউ কমেন্ট করতে পারছেন না।
পাকিস্তানের ঢাকাস্থ হাইকমিশনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
কালের আলো/এসবি/এমএম