ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
প্রকাশিতঃ 12:03 pm | July 23, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
শনিবার (২৩ জুলাই) এক শোকবার্তায় স্থানীয় সরকার মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গাইবান্ধা-৫ আসন হতে সাত বারের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে দেশের পরিচ্ছন্ন রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হলো। দেশের জন্য তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
প্রসঙ্গত, নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার ডেপুটি স্পিকার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়ানলিল্লাহ ইলাহি রাজিউন)।
কালের আলো/এসবি/এমএম