টঙ্গীতে ২৯২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিতঃ 9:00 pm | July 20, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ২৯২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩।
বুধবার (২০ জুলাই) টঙ্গীর উত্তর আরিচপুরস্থ হাফিজ উদ্দিন রোডের ৮২নং ভবনের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে এসব মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকরা হলেন- মোছাঃ শিরিন আক্তার, মোঃ রুবেল ও মোঃ সোহেল।
র্যাব জানায়, আটকের সময় আসামীদের দেহ তল্লাশী করে পকেট থেকে প্লাস্টিকের প্যাকেটে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬টি মোবাইলফোন, ৬টি সিমকার্ড এবং নগদ ৬৮৬৯৫/-টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মাদক ব্যবসার কথা স্বীকার করে এবং তারা গাজীপুর জেলাসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে বলেও জানিয়েছে র্যাব।
কালের আলো/এসবি/এমএম