আ’লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না: কাদের

প্রকাশিতঃ 1:30 pm | July 17, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৭ জুলাই) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই আমরা। আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না।

কালের আলো/ডিএস/এমএম