ছুটি শেষে স্বস্তিতে ঢাকা ফিরছে মানুষ

প্রকাশিতঃ 11:51 am | July 13, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পবিত্র ইদুল আজহার টানা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ। তবে বাড়ি যাওয়ার পথে অসহনীয় ভোগান্তি ও ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হলেও ফেরার পথ স্বস্তিদায়ক বলে জানিয়েছেন রাজধানীমুখী কর্মজীবীরা।

বুধবার (১৩ জুলাই) রাজধানীর বিভিন্ন প্রবেশপথে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ভোর থেকেই দূরপাল্লার পরিবহনগুলো ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে। মঙ্গলবার (১২ জুলাই) রাতে ছেড়ে আশা বাসগুলো নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় পৌঁছে গেছে। ফেরিপথে কিছুটা যানজট থাকলেও সড়কপথে যানজটের কবলে পড়তে হয়নি বলে জানান যাত্রীরা।

মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছেন পরিবহন শ্রমিকরা। নেই যানজট বা পরিবহনের ধীরগতি। অনেকটাই ফাঁকা সড়কে চলাচল করছে গণপরিবহন। চলাচল করছে অসংখ্য ব্যক্তিগত গাড়িও।

এদিকে ঈদের আগে বাড়িতে যেতে না পারা লোকজন এখন যাচ্ছেন। কেউ কেউ প্রয়োজনে, কেউ কেউ আবার স্বজনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন।

কালের আলো/বিএস/এমএম