টুঙ্গিপাড়ায় দু্ঃস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

প্রকাশিতঃ 9:02 pm | July 05, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (সিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বমোট ১০০০ জন দু:স্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই উপহার বিতরণ কার্যক্রম আয়োজন করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর উপহার স্বরুপ সকলের হাতে তুলে দেওয়া প্যাকেটের মধ্যে ছিল পোলাওর চাল, সাধারণ ডাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল।

যশোর সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থেকে উক্ত উপহার বিতরণ কার্যক্রম এ পরিচালনা করেন।

এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসবি/এমএম